ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি উপকূলীয় অবকাঠামো নির্মাণ, সংস্কার ও রক্ষনাবেক্ষণ সংক্রান্ত ৪টি প্রকল্পে ১৯০ কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে। আজ বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে টিআইবি জানায়, এর পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণেও অনিয়ম ও দুর্নীতি হয়েছে। তবে বাংলাদেশ দুর্যোগ মোকাবেলার সক্ষমতা এখন অনেক দেশ অনুসরণ করছে বলেও জানিয়েছে ।
‘দুর্যোগ মোকাবেলায় সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরনের উপায়’ শীর্ষক গবেষণা ফলাফলে এ তথ্য তুলে ধরে সংস্থাটি। তারা বলছে, উন্নয়ন তহবিল ও বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড থেকে উপকুলীয় এলাকায় ১৯ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলেও রাজনৈতিক বিবেচনায় তহবিল বরাদ্দের কারণে প্রাকৃতিক দুর্যোগে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত জেলাগুলো বরাদ্দ কম পাচ্ছে।