ঢাকা : বিপিএল আয়োজনে অনেকটা নতুন সাজে সেজেছে রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়াম। মংমনসিংহ  চট্টগ্রামের পর আজ থেকে ময়মনসিংহে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা।  বিপিএলকে ঘিরে স্টেডিয়াম ও এর আশেপাশে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাজ্জাদ জাহান চৌধুরী শাহিন জানান, শেখ জামাল বনাম চট্টগ্রাম আবাহনীর হাইভোল্টেজ ম্যাচ দিয়ে ময়মনসিংহে রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়াম মাঠে গড়াচ্ছে দেশের বড় এই ফুটবল লিগ। আজ বিকেল চারটায় মাঠে গড়াবে ময়মনসিংহ পর্বের প্রথম ম্যাচটি।

মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৫ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিজেদের গ্রাউন্ড স্টাফ পাঠিয়ে তৈরি করেছে খেলার মাঠ। এ লিগকে ঘিরে জেলার ফুটবল প্রেমীদের মাঝেও তৈরী হয়েছে বাড়তি উম্মাদনা। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লিগ আয়োজন সম্পর্কে অবহিত করতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মুস্তাকিম বিল্লাহ ফারুকী জানান, লিগ আয়োজনে সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে। বিপিএলে অংশ নিতে আসা দলগুলোর প্র্যাকটিস মাঠ, থাকা খাওয়া, নিরাপত্তাসহ সকল ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। এ ছাড়া বিপিএল প্রচারের ব্যাপক ব্যবস্থা করা হয়েছে।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, এখানকার স্থানীয় প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশন দারুণভাবে সহায়তা করেছে। এ লীগের ব্যাপক প্রচারের লক্ষে জেলা শহরের বাইরে প্রতিটি উপজেলা শহরে প্রচার মাইক দেয়া হয়েছে। শহরের ৩০টি পয়েন্টে টিকিট বিক্রি হবে। সাধারণ দর্শকদের জন্য ৪৫ টাকা এবং ভিআইপি দর্শকদের জন্য ১০০ টাকার টিকিটের ব্যবস্থা করা হয়েছে।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031