ঢাকা : প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে হজ ক্যাম্পের হাজিরা যাতে আরও ভালোভাবে বিশ্রাম নিতে পরে সেই সুবিধার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজিদের জন্য ৫০ সেট বালিশ-বালিশের কভার, চাদর ও তোষক দিয়েছে বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার বেলা ৫টায় প্রধানমন্ত্রীর সহকারী সামরিক সচিব লে: কর্নেল মোহাম্মদ সাইফ উল্লাহ্ এসকল দ্রব্যাদি হাজিদের উপস্থিতিতে আশকোনায় অবস্থিত হজ ক্যাম্পের পরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামালের নিকট পৌঁছে দেন।
হজ করতে যাওয়ার উদ্দেশ্যে হাজিরা কয়েক দিন আগে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন হজ ক্যাম্পে ওঠেন।আজ থেকে হজের প্রথম ফ্লাইট শুরু হয়েছে। গতকাল বুধবার প্রধানমন্ত্রী হজ ক্যাম্পে যান এবং হাজিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং তিনি সেখানে হাজিদের থাকা-খাওয়ার খোঁজ খবর নেন।তিনি হাজিদের সঙ্গে কথা বলেন।এর ২৪ ঘণ্টা পরই প্রধানমন্ত্রী এগুলো হজ ক্যাম্পে পাঠিয়ে দিলেন।