ঢাকা : বৃহস্পতিবার দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়ি সম্বার সিএনজি পাম্প সংলগ্ন এলাকায় সাভারের আশুলিয়ার সড়ক ও জনপথের অবৈধভাবে দখল করা জমি মাপতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছে সড়ক ও জনপথের (সওজ) দুই কর্মকর্তা। এসময় তাদের রক্ষা করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন অন্তত আরও দুই সংবাদকর্মী।
সড়ক ও জনপদের উপ-সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে উর্ধ্বতন কর্তৃপক্ষের চিঠি পেয়ে সহকর্মী (সার্ভেয়ার) আরিফুর রহমানকে নিয়ে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার গণকবাড়ি এলাকার অবৈধ দখলে থাকা সড়ক ও জনপথের জমি মাপতে যান তারা। এসময় আকস্মিক স্থানীয় ভূমি দস্যু ওমর আলী ও তার ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী রড, লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। তাদের রক্ষা করতে স্থানীয় কয়েকজন সংবাদকর্মী এগিয়ে গেলে তাদের ওপরও হামলা চালায় সন্ত্রাসীরা।
এতে আহত হন সওজের দুই কর্মকর্তা ও সাংবাদিকরা। পরে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত দৈনিক বণিক বার্তার স্থানীয় প্রতিনিধি খোকা মোহাম্মদ চৌধুরীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
এঘটনার পরপর সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে রোস্তম আলী (৩৪) ও সোহেল (৩৫) নামে দুই জনকে আটক করা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী দৈনিক পাঞ্জেরী পত্রিকার স্থানীয় প্রতিনিধি আবুল হায়াত বাচ্চু জানান, সন্ত্রাসীরা এসময় তাদের কাছে থাকা দুইটি ডিএসএলআর ক্যামেরা, চারটি মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নেয়।
সওজ কর্মকর্তা ও সাংবাদিকদের ওপর হামলার ব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) মহসিনুল কাদির ঢাকাটাইমসকে জানান, এঘটনায় জড়িতরা যেই হোক তাদের আটক করে আইনের আওতায় আনা হবে।
এদিকে সাংবাদিকসহ সরকারি কর্মকর্তাদের উপর ভূমি দস্যুদের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসাইন জয়সহ স্থানীয় সাংবাদিকরা।