চট্টগ্রাম : পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাংলাদেশে শরণার্থী হিসেবে থাকা রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়াই একমাত্র সমাধান বলে মন্তব্য করেছেন।
পররাষ্ট্রমন্ত্রীর দফতরে আজ বৃহস্পতিবার বাংলাদেশে নবনিযুক্ত জাতিসংঘের শরণার্থী বিষয়ক দূত শিনজি কুব্ (Shinji Kubo) পরিচয়পত্র পেশ করতে এলে মন্ত্রী এ মন্তব্য করেন।
এ সময় জাতিসংঘের দূত এ বিষয়ে আন্তরিকতার সঙ্গে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন।
কিছুদিন আগে মিয়ানমারে গণতান্ত্রিক সরকার গঠন হওয়ার বিষয়টিকে ইতিবাচক উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশর পররাষ্ট্র সচিবের সাম্প্রতিক মিয়ানমার সফরের কথাও উল্লেখ করেছেন।
পরিচয়পত্র উপস্থাপনকালে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘ দূতকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন মাহমুদ আলী।
উভয়ে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশের শরণার্থী সমস্যা সমাধানে কাজ করার মনোভাব প্রকাশ করেন।
মন্তব্য করুন