চট্টগ্রাম : রাঙামাটির দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৩ জন।
বৃহস্পতিবার বিকেলে রাজস্থলী গামারী বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুলুবাই তালুকদার ও আলামিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাগান বাঙাল হালিয়া থেকে একটি ভাড়ায় চালিত মোটর সাইকেল দু’জন যাত্রী নিয়ে রাজস্থলী যাচ্ছিল। এই সময় গামারী বাগান এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল চালক নিহত হন। আহত হন দুই মোটরসাইকেলের তিন আরোহী।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল্লাহ জানান, হতাহতদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।