চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন। তিনি বলেন, চসিক নির্বাচনে প্রায় ওয়ার্ডে বিদ্রোহী হিসেবে কাউন্সিলর প্রার্থী রয়েছেন। এদের ব্যাপারে দলের অবস্থান অত্যন্ত কঠোর। চট্টগ্রাম সিটি নির্বাচনেও দলের সমর্থিত প্রার্থীর বাইরে যারা নির্বাচন করবেন এবং দলীয় অবস্থানে থেকে প্রার্থীদের পক্ষে কাজ করবেন না, ভবিষ্যতে তাদেরকে নৌকার প্রতীক পাওয়ার সুযোগ থাকবে না।
শনিবার দুপুরে কাজীর দেউড়িস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের সংবর্ধনা শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।
নির্বাচনে ইভিএম বিষয়ে বিএনপির আপত্তির বিষয়ে আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা (বিএনপি) অংশ নেয়। প্রথম থেকেই তারা এটি বিরোধিতা করে আসছেন। এর আগেও ইভিএম নিয়ে বহু আলোচনা হয়েছে। বিভিন্ন নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার করা হয়েছে। এটি নিয়ে নতুন করে বলার কিছু নেই।
মাহবুবুল আলম হানিফ বলেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে ধর্ম ব্যবসায়ীরা ভাস্কর্য নিয়ে নানান বক্তব্য দিয়ে যাচ্ছেন। ১৯৭১ সালেও এরা ধর্মেও নামে অপব্যাখ্যা দিয়ে আমাদের মা-বোনদের ওপর পাশবিক নির্যাতন করেছে। ভাস্কর্যের সঙ্গে ইসলামের সাংঘর্ষিক কোনা অবস্থা নেই, এটি মনের ব্যাপার। ধর্ম ব্যবসায়ী, মৌলবাদীরা সমাজে ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে ফায়দা লুটতে চায়। এসব বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরী, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুবনা হারুন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার তৌহিদুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি মঈনুদ্দীন হাসান চৌধুরী প্রমুখ।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |