ঢাকা : সম্প্রতি দাবাং-প্রযোজক আরবাজ খান সে সব গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘দাবাং ৩’-এ প্রধান নায়িকার ভূমিকায় থাকছেন সোনাক্ষীই! দাবাং ৩ এর নায়িকা কে হচ্ছেন এ নিয়ে অনেক দিন ধরেই বলিউডে গুঞ্জন চলছিল। শোনা যাচ্ছিল দাবাংয়ের নতুন সিকুয়েলে সালমনের বিপরীতে সোনাক্ষীকে দেখা যাবে না। বরং থাকবেন পরিণীতি চোপড়াকে।
‘প্রধান নায়িকা’ সোনাক্ষী! তার মানে কি ‘দাবাং ৩’-এ শুধু সোনাক্ষীই নন, থাকবেন আরও এক নায়িকা?
এ ব্যাপারে নতুন জল্পনা তৈরির আগেই আরবাজ স্পষ্ট ভাষায় জানান, এ বার দুই নায়িকার সঙ্গে রোমান্স করবেন চুলবুল পাণ্ডে। তবে সোনাক্ষী ছাড়া অন্য কোন নায়িকাকে দেখা যাবে সিনেমায়, তা এখনই কিছু স্পষ্ট করে জানাননি আরবাজ।
তবে আরবাজের ঘনিষ্ঠ মহলের মতে, ছবির দ্বিতীয় নায়িকা এখনও বেছেই উঠতে পারেননি পরিচালক। তাই ‘দাবাং ৩’-এর বিস্তারিত খবর পেতে হলে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে সালমান ভক্তদের।