সড়কে পিকআপ ভ্যান-সিএনজি অটোরিকশা ও ব্যাটারি চালিত টমটমের ত্রিমুখী সংঘর্ষে হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসকসহ ২ জন নিহত হয়েছেন হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ । এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। শুক্রবার দুপুরে শায়েস্তানগরের কলিমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, শুক্রবার দুপুরে শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশা ও ইজিবাইকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই হবিগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. দীপঙ্কর পোদ্দার ও একজন স্কুল শিক্ষক নিহত হন। সংঘর্ষে গুরুতর আহত হন আরো ৪ জন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় দেব জানান, নিহত জুলহাস উদ্দিন ময়মনসিংহ জেলার গফুরগাও সদরের স্কুল শিক্ষক ছিলেন। তিনি বানিয়াচং থানায় কর্মরত পুলিশ কনস্টেবল আবু হানিফার বাবা। তিনি বানিয়াচংয়ে ছেলের কাছে বেড়াতে আসার পথে দুর্ঘটনার শিকার হন।