দেশের ব্যবসায়ীরা মনে করেন,ঘুষ বা দুর্নীতি নয়, ব্যবসা করার ক্ষেত্রে অদক্ষ সরকারি প্রশাসন সব চেয়ে বড় বাধা বলে। ফলে করোনা পরবর্তী সময়ে ব্যবসা-বাণিজ্য করার ক্ষেত্রে বৈষম্য বাড়বে বলেও মনে করেন তারা। দেশে ব্যবসার পরিবেশ নিয়ে করা গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক জরিপে এ তথ্য উঠে এসেছে। আজ বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের মাঝে করা এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এতে দেখা গেছে, দেশে ব্যবসা করার ক্ষেত্রে অদক্ষ সরকারি প্রশাসনকে বড় সমস্যা হিসেবে দেখছেন ৭২ শতাংশ ব্যবসায়ী। তাদের দৃষ্টিতে দ্বিতীয় ও তৃতীয় বড় সমস্যা হলো যথাক্রমে দুর্নীতি ও অর্থায়নের পরিবেশ। আর ৬৮ শতাংশ ব্যবসায়ী দুর্নীতিকে এবং ৬৬ শতাংশ ব্যবসায়ী সীমিত অর্থায়নের সুযোগকে বড় সমস্যা হিসেবে দেখছেন।
সংবাদ সম্মেলনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) পক্ষে ২০২০ সালের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা প্রতিবেদনও প্রকাশ করে সিপিডি। করোনার কারণে অন্যান্য বছরের মতো এবার বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকের র্যাঙ্কিং প্রকাশ করা হয়নি।
তবে কোন দেশের কি সমস্যা তা জানতে ওই দেশের ব্যবসায়ীদের মতামত জরিপ করা হয়েছে। ডব্লিউইএফের পক্ষে বাংলাদেশে এই কাজটি করেছে সিপিডি। তারা ১০ কোটি টাকার ওপর সম্পদ আছে এমন ৫৫টি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের মতামত নিয়েছে। এতে প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।