পুলিশ হাটহাজারী উপজেলার মদুনাঘাট কুয়াইশ ভরাপুকুর পাড়এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে । আটককৃতরা হলেন মোঃ ফারুক(২৫),মঈন উদ্দীন(২৭) এবং মোঃ তেয়ব প্রকাশ বড় মনা(২৭)। উভয়ের বাড়ী রাউজানের নোয়াপাড়া এবং কদলপুরে বলে থানা পুলিশ সুত্রে জানা যায়। দিবাগত মধ্যরাতে তাদেরকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলা করা হয়েছে।মামলা নং ৩।হাটহাজারী সার্কেলের এএসপি নেতৃত্বে হাটহাজারী মডেল থানার এসআই স্বপন কুমার সরকার ও এএসআইরাশেদ খানের সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন।
এই ব্যাপারে জানতে চাইলে এএসপি মোঃ লুৎফুর রহমান বলেন,আমরা গোপন সংবাদের ভিক্তিতে নজুমিয়াহাটের পরে কুয়াইশ ভরাপুকুর পাড়ে একটি ভবনের তিন তলা থেকে ইয়াবাসহ গ্রেফতার করতে সক্ষম হয়।একজন পালিয় গেছ তাকে আটক করার জন্য অভিযান চলছে।
এই ব্যাপারে জানতে চাইলে এএসপি মোঃ লুৎফুর রহমান বলেন,আমরা গোপন সংবাদের ভিক্তিতে নজুমিয়াহাটের পরে কুয়াইশ ভরাপুকুর পাড়ে একটি ভবনের তিন তলা থেকে ইয়াবাসহ গ্রেফতার করতে সক্ষম হয়।একজন পালিয় গেছ তাকে আটক করার জন্য অভিযান চলছে।