জর্ডান তৈরি পোশাক শিল্প খাতে বাংলাদেশ থেকে ১২ হাজার দক্ষ শ্রমিক নিতে চায় । আগামী এক বছরের মধ্যে এসব শ্রমিককে আম্মান পৌঁছানোর টার্গেট নির্ধারিত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। মঙ্গলবার এক বার্তায় মন্ত্রী জানান, সরকারি সংস্থা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে এসব কর্মী জর্ডানো পাঠানো হবে। এজন্য জর্ডানের কারখানা মালিক ও তাদের প্রতিনিধিদের সমন্বয়ে একটি দল ঢাকা সফর করবে। আম্মানের বাংলাদেশ মিশন সূত্র জানিয়েছে, জর্ডানে বাংলাদেশি কর্মীদের ব্যাপক চাহিদা রয়েছে। যার বেশির ভাগই তৈরি পোশাক খাতে। জর্ডান সরকারের সঙ্গে বাংলাদেশ এমন সমাঝোতায় পৌঁছেছে যে, প্রতি বছর তারা বাংলাদেশ থেকে কমপক্ষে ১২ হাজার দক্ষ কর্মী নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |