গাজীপুর ও মাদারীপরে সড়ক দুর্ঘটনায় নারীসহ অন্তত ৫ জন নিহত হয়েছেন গাজীপুর ও মাদারীপরে । এসব ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে জানান, গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার ভোগড়া এলাকায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতরা সবাই ইজিবাইকের যাত্রী বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। বাসন থানার এসআই সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার সন্ধ্যায় ভোগড়া পেয়ারা বাগান এলাকায় যাত্রীবাহী ইজিবাইক ঢাকা-বাইপাস সড়কে ইউটার্ন নিচ্ছিল। এ সময় টাঙ্গাইলগামী দ্রুতগতির একটি ট্রাক যাত্রীবাহী ওই ইজিবাইকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়।

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি জানান,  মাদারীপুরের ঢাকা বরিশাল মহসড়কে যাত্রীবাহি বাসের চাপায় ভ্যান চালক ও  ভ্যানের নারী যাত্রীসহ ২ জন নিহত হয়েছে। মঙ্গলবার বেলা তিনটার দিকে সদর উপজেলার মস্তফাপুর টেক্সটাইল মিলের ২নং গেটে সামনে এ হতাহতের ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরও দুইজন । নিহতরা হলেন- মস্তফাপুর ইউনিয়নের চতুরপাড়া এলাকার মজিবর মাদবরের স্ত্রী রাসেদা বেগম (৬০) ও ভ্যানের চালক একই ইউনিয়নের বড়মেহের গ্রামের মজনু কারিকরের ছেলে ওহিদুল কারিকর (২৫)।
জানা গেছে, রাসেদা বেগম তার নিজ বাড়ি থেকে বাবার বাড়ি সদর উপজেলার ঘটকচরে যাওয়ার উদ্দেশ্য ভ্যানযোগে বাস স্টান্ড থেকে রওনা হয়। ভ্যানটি বড় ব্রীজ পাড় হয়ে টেক্সটাইল মিলের ২নং গেটের সামনে গেলে, মাওয়া থেকে ছেড়ে আসা বরিশালগামী বিএমএফ পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানে থাকা রাসেদা বেগম ও ভ্যানচালক ওহিদুল নিহত হন। খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্বার করে। মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নুর মোহাম্মদ সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031