ঢাকা : মার্কিন প্রতিরক্ষা সচিব অ্যাশ কার্টার জানিয়েছেন,সন্ত্রাস এবং জঙ্গিবাদ প্রতিরোধে কড়া পদক্ষেপ না নেয়ায় পাকিস্তানকে প্রতিশ্রুত তিন কোটি ডলারের সাহায্য থেকে পিছিয়ে গেছে যুক্তরাষ্ট্র। জঙ্গি গোষ্ঠী হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হচ্ছে, তা মার্কিন কংগ্রেসকে জানায়নি পাকিস্তান। সেজন্য পাকসেনাদের এবছর কোনো আর্থিক সাহায্য দেয়া হবে না।
পাক-মার্কিন সম্পর্ক গত একদশক ধরেই অম্ল-মধুর। মার্কিন প্রশাসনের বক্তব্য, আফগান তালেবান ও হাক্কানি নেটওয়ার্কের মতো জঙ্গি গোষ্ঠীগুলোকে শেষ করতে পাকিস্তানের সদিচ্ছার অভাব দেখা যাচ্ছে।
পেন্টাগনের এক মুখপাত্র বলেন, ‘জঙ্গি দমনে পাকিস্তানের সদিচ্ছার অভাব রয়েছে। তাই পাকসেনার জন্য বরাদ্দ তহবিল পাক সরকারকে না দেয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব।’
পেন্টাগনের তথ্য অনুযায়ী, জঙ্গি দমনে কয়েকটি দেশকে আর্থিক সহায়তা দেয় পেন্টাগন। সেই তহবিলে ২০০২ থেকে পাকিস্তানকে এখনও পর্যন্ত এক হাজার ৪০০ কোটি মার্কিন ডলার দেয়া হয়েছে।