চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্র নিহত হয়েছেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় রবিবার দুপুরে দোহাজারী পৌরসভার পাঠানীপুল এলাকায় । এঘটনায় মোটরসাইকেল আরোহীর স্ত্রী গুরুত্বর আহত হয়েছেন।
নিহতের ছোট ভাই আব্দুল ওয়াহেদ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পূর্বলোহাগাড়া ৮ নং ইউনিয়নে আমিরাবাদ হাজীপাড়া এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে সাইফুল ইসলাম (৪০) ও তার স্ত্রী ডলি আক্তার (৩০) ও পুত্র জাবেদুল ইসলাম (১০) মোটরসাইকেলযোগে (চট্টমেট্টো-হ-১৭-২১১১) চট্টগ্রাম থেকে গ্রামের বাড়ি আমিরাবাদ ফেরার পথে দোহাজারী পৌরসভার পাঠানীপুল এলাকায় একটি পিকআপকে ওভারটেক করতে গিয়ে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের (ঢাকা মেট্টো-ব-১৪-৩৫৬৯) সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এঘটনায় ঘটনাস্থলে পিতা-পুত্র মারা যায়। নিহতের স্ত্রী ডলি আক্তারকে গুরুত্বর আহত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন আরাফাত বলেন, দূর্ঘটনার সংবাদ পেয়ে এএসআই জাকিরসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে দূর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল থানায় নিয়ে আসে। পিতা-পুত্রের লাশ থানায় আছে পরিবারের কেউ এলে আইনগত প্রক্রিয়া শেষ করে লাশ হস্তান্তর করা হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।