আল্লামা জুনায়েদ বাবুনগরী গুরুতর অসুস্থ হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীকে দেখতে হাসপাতালে গেছেন দলটির আমীর । আজ ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন কামেসীকে দেখতে যান তিনি। এক ফেসবুক স্ট্যাটাসে এ কথা জানিয়েছেন মহাসচিবের প্রেস সচিব মুফতি মুনির আহমেদ।

উল্লেখ, ঠাণ্ডা ও শ্বাসকষ্ট নিয়ে ১লা ডিসেম্বর হাসপাতালে ভর্তি হন হেফাজতে ইসলামের মহাসচিব। বৃহস্পতিবার দুপুরে অক্সিজেনের মাত্রা ও রক্তচাপ কমে যায়। তখন তাকে হাইডিপেন্ডসি ইউনিটে (এইচডিইউ) নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে সেদিন রাত ৮টায় আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের পরামর্শে তার করোনা পরীক্ষা করা হয়েছে। তিনি করোনা নেভেটিভ।

ঢাকা জামিয়া মাদানীয়া বারিধারার প্রতিষ্ঠাতা-পরিচালক নূর হোসাইন কাসেমী হেফাজতে ইসলাম প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটির ঢাকা মহানগর সভাপতির দায়িত্ব পালন করছিলেন। গত ১৫ই নভেম্বর গঠিত হেফাজতের নতুন কমিটিতে তাকে মহাসচিব নির্বাচিত করা হয়। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব, বেফাকের সহ-সভাপতি এবং আল-হাইয়া বোর্ডের কো- চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031