চট্টগ্রাম : হজ করতে গিয়ে কেউ যেন পালিয়ে গিয়ে অবৈধভাবে সৌদি আরবে অবস্থান না করতে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে দেওয়া বক্তব্যে এই কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মানুষ হজ করতে যায় আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু সেখানে গিয়ে কেউ কেউ পালিয়ে যায়। তার পর অবৈধভাবে সৌদি আরবে থেকে যায়। এই ঘটনা দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করে।
তবে এবার যেন এমন ঘটনা না ঘটে তার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি। এবার কেউ এমন ঘটনা ঘটালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুশিয়ার করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ইসলামে কোনো অসৎতা বা সহিংসতার জায়গা নেই। ইসলাম শান্তির ধর্ম্ কিন্তু কপিপয় মানুষের কারণে আজ তা বিশ্বে সমালোচিত। কিন্তু আমার মুসলমানেরা যদি ইসলামের পবিত্রতা রক্ষা করে চলতে পারি, অসৎতা বা সহিংসতা বর্জন করতে পারি তবে ইসলামই হবে পৃথিবীর সেরা ধর্ম।