দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন টাঙ্গাইলে । তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আজ সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের ফ্লাইওভারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
অতিরিক্ত কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপপরিচালক জালাল হোসেন গণমাধ্যমকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনায় পতিত হওয়া ট্রাক দু’টির একটি ঢাকামুখী ও অপরটি উত্তরবঙ্গমুখী ছিল। রাস্তায় ঘন কুয়াশার কারণে ঠিকভাবে দেখতে না পেয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন ও হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। উদ্ধার কাজ চলমান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।