বাস-সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ ৮ জন নিহত হয়েছেন ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় । সোমবার বিকেলে উপজেলার ফুলতলী বাজারে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে সিলেটগামী বিআরটিসি পরিবহনের যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী দুটি সিএনজির অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি পাশর্^বর্তী নিচু জমিতে পড়ে যায়। বাসের নিচে চাপা পড়ে যাত্রীবাহী সিএনজি অটোরিকশা। দুর্ঘটনায় ঘটনাস্থলে ৮ জনের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান জানান এ পর্যন্ত ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাতাইহাল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ জনতা। এতে মহাসড়কটি দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে নবীগঞ্জ থানা ও হাইওয়ে পুলিশ। নবীগঞ্জে