ঢাকা : বুধবার সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত লিওনি কুয়েলেনায়ার। পরে এ ব্যাপারে সাংবাদিকের সঙ্গে কথা বলেন তোফায়েল।রাজধানীর কল্যাণপুরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ৯ জঙ্গি নিহত হওয়ার ঘটনায় সন্দেহ পোষণ করে বিএনপি নেতারা যে বক্তব্য দিয়েছেন এটাকে পরিহাস হিসেবে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ‘বিশ্বের যতগুলো দেশে সন্ত্রাসী হামলা হয়েছে কোথাও সন্ত্রাসীদের জীবিত উদ্ধার করা হয়নি। তারপরও বিএনপির নেতারা বলছেন সন্ত্রাসীদের জীবিত গ্রেপ্তার করা হলে ভালো হতো। এমনকি তারা আরও বলছেন, কল্যাণপুরের ঘটনার সবাই সন্ত্রাসী নয়। আসলে তাদের এ ধরনের বক্তব্য প্রমাণ করে বিএনপি সন্ত্রাসী ও জঙ্গি মোকাবেলায় আন্তরিক নয়।’
বাণিজ্যমন্ত্রী বিএনপির জাতীয় ঐক্যের আহ্বান সম্পর্কে বলেন, ‘এভাবে ইনডাইরেক্টলি সন্ত্রাসীদের মদদ দেবেন আর জাতীয় ঐক্যের কথা বলবেন, এটা জাতির সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয়।’
বৈঠক প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘নেদারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে গুলশান, শোলাকিয়া এবং কল্যাণপুরের ঘটনা নিয়ন্ত্রণ করেছে তাতে নেদারল্যান্ড সন্তুষ্ট। এমনকি গুলাশানের সন্ত্রাসী হামলায় ইতালির সাতজন নিহত হলেও তারা এখন আস্থায় ফিরেছেন।’
এ সময় নেদারল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, বৈশ্বিক নিরাপত্তা ইস্যু এবং জঙ্গিবাদ একটি গ্লোবাল ক্রাইসিস। এরজন্য মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও কর্যক্রম বাধাগ্রস্ত হতে পারে না। জঙ্গিবাদ ইস্যুতে বাংলাদেশ যে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে, নেদারল্যান্ড তাতে সন্তুষ্ট।