ঢাকা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একাত্তরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে আটক অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা (ক্যাপ্টেন) শহিদ উল্লাহকে কারাগারে পাঠিয়েছেন । আজ বুধবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আগামী ১৭ অক্টোবরের মধ্যে প্রসিকিউশনকে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
গত মঙ্গলবার রাতে দাউদকান্দি উপজেলার আমিরাবাদ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধকালে খুন, অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।