ঢাকা : সাম্বার দেশে অলিম্পিক৷ আর মাত্র একদিন। তার পরেই ব্রাজিলে বসছে অলিম্পিকের মেগা ইভেন্ট।  রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে দেশটি। এর আগে জিকা ভাইরাসের ভয়ে অনেক অ্যাথলেটই নাম প্রত্যাহার করেছে রিও থেকে৷ এবার রিওতে নতুন ভয়ের যোগান দিল কুমির! সঙ্গে আছে ক্যাপিবারাস ও অন্যান্য বন্যপ্রাণীও।

কুমির ও অন্যসব ভয়ানক বন্যপ্রাণী থেকে সাবধান হতে বলছে রিও কর্তৃপক্ষ। অলিম্পিকের জন্য যে নতুন গলফ মাঠগুলো তৈরি করা হয়েছে তাঁর চারপাশেই রয়েছে হ্রদ৷ আর ওই হ্রদেই কুমির ও একাধিক ভয়ঙ্কর সরীসৃপের বাস৷ যে কারণে গলফ খেলা চলাকালীন কমপক্ষে পাঁচজন করে জীববিজ্ঞানীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে৷ অলিম্পিক পার্কের খেলোয়াড় ও দর্শকদের সতর্ক করবেন জীববিজ্ঞানীরা।

এদিকে অলিম্পিক ভিলেজ থেকে শুরু করে স্টেডিয়াম পর্যন্ত এখনও অনেক কাজই বাকি। অথচ একদিন বাদেই শুরু রিও অলিম্পিক৷ জিকা ভাইরাস থেকে শুরু করে চুরি, ছিনতাই আর রাহাজানির পর এবার অ্যাথলেটদের সতর্ক হতে হচ্ছে বন্যপ্রাণীর জন্য৷

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031