ঢাকা : সম্প্রতি এক জরিপে জানা যায় ব্রিটিশ কিশোরদের মধ্যে প্রতি দশজনে একজন মারাত্মক যৌন সমস্যায় আক্রান্ত বলে । বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ থেকে ২১ বছর বয়সী এক হাজার ৮৭৫ জন কিশোরের মধ্যে ৫১৭ জন যৌন রোগে আক্রান্ত।
‘কিশোর স্বাস্থ্য’ (অ্যাডোলেসেন্ট হেলথ) জার্নালে এই জরিপ প্রকাশিত হয়। এটিকে ব্রিটেনের এখন পর্যন্ত সবচেয়ে বড় বৈজ্ঞানিক তথ্য সম্বলিত গবেষণা বলা হচ্ছে। ইরেক্টিল ডিসফাংশন, যৌনতার প্রতি অতি আগ্রহ কিংবা অনাগ্রহের কারণে এদের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছেও যেতে হয়েছে।
গবেষণায় দেখা গেছে, ১৬ থেকে ২১ বছর বয়সী দশজন পুরুষের মধ্যে একজন এবং আটজন নারীর মধ্যে একজন যৌন সম্পর্কের ক্ষেত্রে ভয়াবহ ‘কষ্টকর’ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। নারীদের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে সমস্যা দেখা গেছে, সেটা হলো চরম পর্যায়ে পৌঁছাতে অনেক সময় লাগছে। আর পুরষের ক্ষেত্রে ঠিক তার বিপরীত।
গবেষকরা বলেন, অল্প বয়সেই এই সমস্যা নির্দেশ করে ভবিষ্যতে যৌন জীবনে এদের সুখ এবং উপভোগ্য করতে বেগ পোহাতে হবে।
গ্লাসগো বিশ^বিদ্যালয়ের চিকিৎসক এবং এই গবেষণার প্রধান লেখক ক্রিস্টিন মিটসেল বলেন, ‘কিশোরদের এই সমস্যা দীর্ঘমেয়াদে তাদের যৌনজীবনকে প্রভাবিত করবে। কিশোরদের এমন সমস্যায় বিশেষজ্ঞদের প্রথমেই মনোযোগ দিতে হবে সংক্রামন প্রতিরোধ এবং অপরিকল্পিত গর্ভধারণ বন্ধে। যদিও যৌন জীবন নিয়ে আরো বড় পরিসরে আমাদের পরিকল্পনা রয়েছে।’
তবে এই সমস্যায় আক্রান্তদের মধ্যে মাত্র এক-তৃতীয়াংশ বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হচ্ছে। বাকিরা সমস্যা সমাধানে ইন্টারনেট, পরিবার কিংবা বন্ধুদের সাহায্য নিচ্ছে।
লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের অধ্যাপক এবং এই গবেষণার সহযোগী অধ্যাপক ক্যালি ওয়েলিংস মনে করেন স্কুল পর্যায়ে যৌন শিক্ষার পরিবর্তন প্রয়োজন। তিনি বলেন, ‘যৌন সন্তুষ্টির মতো বিষয়গুলোতে ব্রিটেনের যৌন শিক্ষা এখনো নিশ্চুপ। কিন্তু কিশোর-যুবাদের জন্য এটি অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। যৌন শিক্ষা এই সংক্রান্ত অনেক ভুল ধারণা ভাঙবে।’