ঢাকা : ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের বিতর্কিত কর্মকাণ্ডের কড়া সমালোচনা করে বলেছেন। এ ধরনের অযোগ্য প্রার্থীকে প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত করার জন্য তিনি রিপাবলিকানদেরও সমালোচনা করেন।
মঙ্গলবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ওবামা একথা বলেন।
দেশের জন্য আত্মত্যাগ করা যুক্তরাষ্ট্রের এক মুসলিম সৈনিকের পরিবারকে নাজেহাল করাসহ ট্রাম্পের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে ওবামা বলেন, মার্কিন ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প। তিনি দেশের জন্য পুরোপুরি একটা বিপর্যয়।