ঢাকা : ৩৭০ জন নারী ও মেয়ে শিশু নির্যাতনের শিকার হয়েছে, গত জুলাই মাসে সারা দেশে । বাংলাদেশ মহিলা পরিষদ এ তথ্য জানিয়েছেন।
আজ মঙ্গলবার সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে তারা এ পরিসংখ্যান তৈরি করেছেন।
ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত জুলাই মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে মোট ৮০টি। তার মধ্যে দলবেঁধে ধর্ষণের শিকার হয়েছেন ১৬ জন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩জনকে, এছাড়া ধর্ষণের চেষ্টা করা হয়েছে আটজনকে।
এছাড়া যৌতুকের জন্য হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন ৩৮জন, তার মধ্যে হত্যা করা হয়েছে ১৫ জনকে। আর নির্যাতনের কারণে ২৮ জন আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।