প্রবাসী বাংলাদেশিরা চলতি অর্থ বছরে পাঁচ মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। একই সঙ্গে এই বছর চতুর্থবারের মতো ২০০ কোটি মার্কিন ডলারের উপর রেমিট্যান্স পাঠিয়েছেন।

সর্বশেষ নভেম্বরে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ ছিল ২০৮ কোটি ডলার, যেটা গত বছরের একই সময় ছিল ১৫৫ কোটি ডলার। আলোচ্য মাসে গত বছরের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ৩৩ দশমিক ৬৩ শতাংশ।

তবে অক্টোবরের তুলনায় নভেম্বরে রেমিট্যান্স কিছুটা কমেছে। অক্টোবরে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ ছিল ২১১ কোটি ডলার।

গত জুলাই থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে একমাত্র আগস্ট বাদে বাকি চার মাসে রেমিট্যান্স ২০০ কোটি ডলারের উপরে এসেছে। আগস্টে প্রবাসী আয় এসেছিল ১৯৬ কোটি ডলার।
এনিয়ে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ দাঁড়াল ১০ দশমিক ৯০ বিলিয়ন ডলার, যেটা গত বছরের একই সময়ে ছিল ৭ দশমিক ৭১ বিলিয়ন ডলার।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031