চট্টগ্রাম : বায়েজিদ থানা এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে আশরাফুল ইসলাম রুপম (২২) নামে চোর চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময়ের মধ্যে চুরি করা মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
সোমবার রাতে থানার বার্মা কলোনি থেকে ২৪ ঘণ্টার মধ্যে তাকে আটকসহ মোটরসাইকেলটিও উদ্ধার করা হয় জানিয়েছ বায়েজিদ থানার ওসি মো.মহসিন বলেন, ‘গতকাল মো. কবির হোসেন হিরো হাংক নামে একজনের ব্যবহৃত মোটরসাইকেল চুরি হয়ে যায় বলে থানায় অভিযোগ করেন। সোমবার রাতে অভিযান চালিয়ে বায়েজিদের বার্মা কলোনী থেকে চোর চক্রের ওই সদস্যকে আটক করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে ফেনী থেকে চুরি হয়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।প্রাথমিকভাবে তার সাথে অারও চোর চক্রের সদস্য জড়িত আছে বলে তথ্য পাওয়া গেছে। যারা নগরীর বিভিন্ন মোটরসাইকেল চুরির সাথে সম্পৃক্ত। তাকে ৫ দিনের রিমান্ডের জন্য আদালতে আবেদন জানাব। রিমান্ডে নিলে বিস্তারিত জানা যাবে।’