চট্টগ্রাম : ঢাকা আবাহনী প্রিমিয়ার ফুটবল লিগে কষ্টার্জিত জয় পেয়েছে। মঙ্গলবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ইংলিশ ফরোয়ার্ড লি টাকের একমাত্র গোলে বিজেএমসিকে হারিয়েছে আবাহনী।
এদিন ম্যাচের ২০ মিনিটে গোল করার সহজ হাতছাড়া করে বিজেএমসি। মিডফিল্ডার জিকুর ক্রসে ফরোয়ার্ড সোহেল রানার হেড ক্রসবারের সামান্য ওপর দিয়ে বাইরে চলে যাওয়ায় হতাশ হয়ে পড়ে বিজেএমসি। ২৬ মিনিটে ফের গোলের সুযোগ নষ্ট করেন সেই সোহেল। ৩৬মিনিটে দলকে এগিয়ে দেন লি টাক। ২০ গজ দূর থেকে বাঁকানো ফ্রি কিকে প্রতিপক্ষের জালে বল জড়ান এই ইংরেজ ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে উভয় দলই গোল করার একাধিক চেষ্টা চায়। কিন্তু আর গোলের দেখা পায়নি। গোল শোধে মরিয়া বিজেএমসিও আক্রমণ করে প্রতিপক্ষের রক্ষণ উপড়াতে চায়। শেষমেশ ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।