ঢাকা : বঙ্গবীর কাদের সিদ্দিকী সভাপতিকৃষক শ্রমিক জনতা লীগের বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার সঙ্গে জঙ্গিবাদ ইস্যু ও দেশের বর্তমান বিরাজমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য নিয়ে সাক্ষাৎ করবেন ।
আগামী ৪ঠা বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর দলীয় নেতাকর্মী নিয়ে গুলশানের কার্যালয়ে গিয়ে তিনি সাক্ষাৎ করবেন।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।
তিনি বলেন, সাম্প্রতিক গুলশানে ও শোলাকিয়ায় জঙ্গি হামলা হয়েছে। সরকার বলছে কিছু হয়নি। অপর দিকে টেলিভিশনগুলো দেখাচ্ছে কোথাও দোকান পাট খোলা নেই। মানুষ রাস্তায় বের হচ্ছেনা। গত কয়েকটি জঙ্গি হামলার পর সব খানে শুধু আতঙ্ক। একদিকে জঙ্গি আতঙ্ক। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে বিনা বিচারে হত্যার আতঙ্ক।