ঢাকা : বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন দেশের বিভিন্ন স্থানে বানবাসী মানুষের অবর্ণনীয় দুর্দশায় উদ্বেগ জানিয়ে বলেছেন, ‘দেশের দুর্যোগময় পরিস্থিতিতে সরকার নির্লিপ্ত ও উদাসীন। বন্যাকবলিত এলাকায় দুর্গত মানুষের সাহায্যার্থে এখন পর্যন্ত ত্রাণ তৎপরতায় সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।’
মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন এই অভিযোগ করেন।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে খালেদা জিয়া বলেন, উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলায় বন্যায় মানুষের প্রাণহানিসহ হাজার হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এছাড়া ক্ষেতের ফসলের ক্ষয়ক্ষতির পাশাপাশি খাদ্য, সুপেয় পানি ও ওষুধের তীব্র সংকটে মানুষের মধ্যে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। দেশবাসীর এমন দুর্ভোগে আমি মর্মাহত।
তিনি বলেন, বন্যার ব্যাপকতা বন্যা কবলিত মানুষকে চরম সংকটের দিকে ঠেলে দিবে। সেজন্য দুর্ভোগে থাকা মানুষদের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সরকার এবং বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সাবেক এই প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, শত প্রতিবন্ধকতা কাটিয়ে বন্যা কবলিত মানুষ সামনের দিকে এগিয়ে যাবে। দেশের এই সংকটময় মুহূর্তে বিএনপি বন্যাকবলিত অসহায় মানুষের পাশে থাকবে।