কৃষি খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানো আলোচনা শুরু হয়েছে কৃষি ব্যবস্থা ও ফসল উৎপাদনে মিল থাকা ফিলিপাইনের সঙ্গে। এ নিয়ে একটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তাবও আলোচনার টেবিলে উত্থাপিত হয়েছে। ম্যালিনায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম মঙ্গলবার ফিলিপাইনের কৃষিমন্ত্রী উইলিয়াম দারের সঙ্গে সাক্ষাতে এ নিয়ে বিস্তৃত আলোচনা করেন। ম্যানিলাস্থ বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- ধান, আখ, আনারস, আম, কলা, নারকেল, কাঠালসহ বিভিন্ন ধরনের ফসল ও ফল দুই দেশেই উৎপাদিত হয়। এ কারণে কৃষি সহযোগিতার বিষয়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক আলোচনাধীন রয়েছে। বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম ফিলিপাইনের কষিমন্ত্রী উইলিয়াম দারকে জানান, এই চুক্তি সই হলে উভয় দেশের মধ্যে যুগোপযোগী প্রযুক্তি ও দক্ষতা বিনিময় সহজ হবে। ফিলিপাইনের এমডি-২ জাতের আনারসের চারা আমদানিতে বাংলাদেশের আগ্রহ রয়েছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, সামুদ্রিক মাছ, শৈবাল চাষ ও আহরণে ম্যানিলা বাংলাদেশকে সহায়তা দিতে পারে। জবাবে মন্ত্রী জানান, প্রস্তাবিত কৃষি চুক্তির বিষয়ে তার দেশ কাজ করছে এবং যত দ্রুত সম্ভব তারা এটি সম্পাদনের দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।