চট্টগ্রাম : পুলিশ নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীর পার থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে। সোমবার দুপুরে হাতিয়ার কেরিংচরের হাসিনা বাজারের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি থ্রি নট থ্রি রাইফেল, আটটি একনলা বন্দুক, একটি দুই নলা বন্দুক, দুটি এলজি, চারটি বগি দা, পাইপগানের কার্তুজ ৬০টি ও রাইফেলের ৮০টি গুলি। অস্ত্রগুলো বস্তাবন্দী ছিল বলে জানা গেছে।
হাতিয়ার মোর্শেদবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ খন্দকার মো. আজাদুল ইসলাম ঢাকাটাইমসকে অস্ত্র উদ্ধারের খবরটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এলাকাটি ভাঙন কবলিত। এলাকার লোকজন বস্তা দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেয়। আমরা ঘটনাস্থলে এসে অস্ত্রগুলো উদ্ধার করি। তবে কে বা কারা এগুলো রেখেছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।