কালেকশন চুক্তি স্বাক্ষর করেছে প্রবাসীদের ঋণের কিস্তি প্রদান বিষয়ে অনলাইনে প্রবাসী কল্যাণ ব্যাংক অগ্রণী ব্যাংকের মধ্যে ।
মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষর হয়।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে, এই চুক্তির মাধ্যমে প্রবাসী কল্যাণ ব্যাংকের গ্রাহকরা অগ্রণী ব্যাংকের অনলাইন প্লাটফর্ম ‘অগ্রণীদুয়ার’ ব্যবহার করে যেকোনো জায়গা থেকে সবসময় অনলাইনে ঋণের কিস্তি প্রদান করতে পারবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, ‘প্রবাসী কল্যাণ ব্যাংক মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিন্তা ও মননের ফসল। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মন্ত্রণালয় প্রবাসীদের সেবা সহজলভ্য করতে কাজ করছে মন্ত্রণালয়।’
‘এই চুক্তির মাধ্যমে প্রবাসী কল্যাণ ব্যাংকের সেবা গ্রহীতারা বিশেষভাবে উপকৃত হবেন।’ যোগ করেন সচিব।