চট্টগ্রাম : দুইজন নিহত পৃথক দুর্ঘটনায় হয়েছেন চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলায় । এর মধ্যে একজন সড়ক দুর্ঘনায় আরেকজন লোহা কাটার সময় নিহত হন বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন-সেলিম বারী (৫৫) ও মো.রমিজ (৬৫)।
সোমবার সকালে এই পৃথক দুর্ঘটনাগুলো ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবু হামিদ বলেন, ‘সীতাকুণ্ডে ছোট কুমিরা এলাকায় একটি বিল্ডিং এ লোহা কাটার সময় সেলিম বারী নিহত হন। আর ভাটিয়ারি এলাকায় মূল সড়কে রমিজ মাইক্রোবাসের ধাক্কায় নিহত হন। তাদের দুইজনকেই মেডিকেলে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’