উন্নয়ন সংস্থা তহজিংডং বান্দরবানের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রথাগত জনপ্রতিনিধিদের সমন্বয়ে সামাজিক শান্তি ও সম্প্রীতি রক্ষায় বিশেষ মতবিনিময় সভা করেছে । সোমবার সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে ‘বৈচিত্রময় পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও ঐক্যের উন্নয়ন’ শীর্ষক এই সভাটি অনুষ্ঠিত হয়।
তহজিংডং-এর নির্বাহী পরিচালক চিং সিং প্রু’র সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।
বিশেষ অতিথি ছিলেন- জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসাইন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং ও জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাশসহ জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হেডম্যান, কারবারি ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সভাটিতে উপস্থিত থেকে এলাকার শান্তি ও সম্প্রীতি রক্ষায় নিজ নিজ মতামত তুলে ধরেন।
উপস্থিত বক্তারা পৃথিবীর সকল ধর্ম, বর্ণের মানুষের মধ্যে শান্তি ও সহনশীলতা বজায় রাখার ব্যাপারে নিজ নিজ ভূমিকা বর্ণনা করেন। ভবিষ্যতে দেশের নাগরিকদের মধ্যে সৌহার্দ্য বজায় রাখতে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ পোষণেরও অঙ্গীকার করেন উপস্থিত সকলে।