র্যাব রাজধানীতে পুলিশের এক এএসআই ও তার সোর্সসহ দুইজনকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করেছে ।
রোববার রাতে গেন্ডারিয়ার মিল ব্যারাক এলাকা থেকে ১৪৮টি ইয়াবাসহ গ্রেপ্তার করে র্যাব-১০ এর একটি দল। তাদের গেণ্ডারিয়া থানায় হস্তান্তর করে বলে ওসি মো. সাজু মিয়া জানান।
গ্রেপ্তারকৃত এএসআই মো. আজিজ যাত্রাবাড়ি থানায় কর্মরত। আর অন্যজনের নাম মো. রাজ্জাক।
ওসি সাজু মিয়া বলেন, আজিজের কাছে ১০০টি এবং রাজ্জাকের কাছে ৪৮টি ইয়াবা পাওয়ার কথা র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে গেণ্ডারিয়া থানায়।