ঢাকা  : ওবায়দুল কাদের মন্ত্রী সড়ক পরিবহন ও সেতু বলেছেন, ‘ধর্মীয় উগ্রবাদীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হামলা চালাতে পারে। বিশেষ করে আগস্ট মাসকে এরা বেছে নিতে পারে বড় ধরনের হামলার জন্য। এটা মাথায় রেখেই দলীয় এমপিদের এলাকায় গিয়ে জনগণকে সঙ্গে নিয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’

রোববার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ভুলতা উড়াল সড়কের কাজ পরিদর্শন করে সাংবাদিকদের এসব কথা বলেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘বড় দুটি ঘটনা ঘটেছে গুলশানে ও শোলাকিয়ায়। বড় ধরনের হামলার প্রস্তুতি ছিল কল্যাণপুরে। এ ব্যাপারে আমাদের উদ্বেগ আছে। আমরা শঙ্কিত।’

সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের প্রথম কাজ হচ্ছে ধর্মীয় উগ্রবাদ থেকে যে চ্যালেঞ্জ আসছে সে চ্যালেঞ্জ মোকাবিলার জন্য গ্রামপর্যায়ে প্রতিটি ইউনিটকে সংগঠিত করা, প্রতিরোধ কমিটি করা, জনগণকে সংগঠিত করা, গণজাগরণ সৃষ্টি করা এটা প্রথম কাজ। এর সঙ্গে নির্বাচনের প্রস্তুতি আমাদের নিতে হবে। এ কাজ করলে নির্বাচনের কাজ হয়ে যাবে। কারণ এখানে গণসংযোগ হবে।’

নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের আরো বলেন, একদিকে উগ্রবাদ প্রতিরোধ, জনগণকে সচেতন করা, আরেকদিকে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে তিনি আমাদের এমপিদের বলেছেন, নেতাকর্মীদের সংগঠিত করার জন্য। এটার অর্থ এই নয় যে নির্বাচনটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। নির্বাচন যথাসময়ে হবে। এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার।’

সেতুমন্ত্রী বলেন, ‘আগাম নির্বাচন বিভিন্ন দেশে হয়। এখানে হবে কি না, তা প্রধানমন্ত্রী নির্ধারণ করবেন। তবে আমরা প্রস্তুতি নিচ্ছি সোয়া দুই বছর পর নির্বাচন হবে এটা মাথায় রেখে।

 

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031