চট্টগ্রাম : ৪ জন আহত বোয়ালখালীতে সড়ক দূর্ঘটনায় চালকসহ ৪জন আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কানুনগোপাড়া সড়কের পূর্ব গোমদন্ডী মুজাহিদ চৌধুরী পাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
এতে রাউজান উপজেলার পাহাড়তলী এলাকার বিমল দাশের ছেলে গাড়ি চালক রিপন দাশ (২৮), মৃত অরুণ দাশের ছেলে বিমল দাশ (৫০), মিলন দাশের ছেলে জুয়েল দাশ (২৮) ও ফটিকছড়ি উপজেলার বারণ দাশের ছেলে শম্ভু দাশ (২৪) গুরুতর আহত হন।
তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা হাসপাতালের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন। তিনি আহতদের বরাত দিয়ে জানান, আহতরা কানুনগোপাড়া একটি কমিউনিটি সেন্টারে বিয়ে অনুষ্ঠানে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মুজাহিদ চৌধুরী পাড়ার পরাগ সওদাগরের দোকানের সামনে রাখা ডাকসো নামের ভটভটি টেম্পুকে দ্রুত গতির সিএনজি চালিত টেক্সী ( চট্টগ্রাম থ ১১-৭৫৮৮) সজোরে ধাক্কা দিলে টেক্সীটি ধুমড়ে মুচড়ে যায়। আহতদের উপজেলা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।