র্যাবের ভ্রাম্যমাণ আদালত থাইরয়েড পরীক্ষার রিপোর্টে জালিয়াতির অভিযোগে রাজধানীর শ্যামলী এলাকার হাইপো থাইরয়েড সেন্টারে অভিযান চালাচ্ছে ।
শনিবার সকাল সাড়ে ১০টা থেকে এ অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।
সারওয়ার আলম বলেন, রাজধানীর শ্যামলী এলাকার হাইপো থাইরয়েড সেন্টার নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হচ্ছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে হাইপোথাইরয়েড সম্পর্কিত হর্মনাল টেস্টের জালিয়াতির অভিযোগ রয়েছে। শ্যামলীর ১ নম্বর রোডের ২/১ অনিক ভিলায় র্যাবের ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চলছে। তবে প্রতিষ্ঠানটির অনিয়মের বিস্তারিত তথ্য অভিযান শেষে জানানো হবে বলে জানান র্যাবের এই ম্যাজিস্ট্রেট।