চট্টগ্রাম : নুরুল ইসলাম বিএসসি মন্ত্রী  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সুনির্দিষ্ট কয়েকটি দেশে কর্মী প্রেরণ না করে শ্রমশক্তির জন্য নতুন বাজার খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন ।
রবিবার (৩১ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত চট্টগ্রাম থেকে বিদেশ গমনেচ্ছুদের বহির্গমন ছাড়পত্র ও স্মার্টকার্ড প্রদান কার্যক্রমের উদ্বোধনকালে এ কথা জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রবাসী কর্মীর সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। চলতি বছর তা আট লক্ষ ছাড়িয়ে যাবে। তিনি বলেন, সুনির্দিষ্ট কয়েকটি দেশে কর্মী প্রেরণ না করে শ্রমশক্তির জন্য নতুন বাজার খোঁজা হচ্ছে। ইতোমধ্যে রাশিয়ায় চারশত জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। অস্ট্রেলিয়া, থাইল্যান্ড ও ইউরোপের বিভিন্ন দেশে শ্রম বাজার খোঁজা হচ্ছে।
মন্ত্রী আরো বলেন, শ্রমবাজারে দক্ষ জনশক্তির বেতন ও চাহিদা বেশি। তাই সরকার বিদেশগামীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। দেশের প্রতিটি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের অংশ হিসেবে প্রথম পর্যায়ে চল্লিশটি উপজেলায় এ প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া বিদেশে গমনেচ্ছুদের ইউনিয়ন ভিত্তিক ডাটাবেজ তৈরির উদ্যোগ নেয়া হয়েছে।

চট্টগ্রামে বহির্গমন ছাড়পত্র ও স্মার্টকার্ড প্রদান করায় এখন থেকে চট্টগ্রামের বিদেশ গমনেচ্ছুদের ঢাকায় যেতে হবেনা।চট্টগ্রাম থেকে মিলবে বহির্গমন ছাড়পত্র ও স্মার্টকার্ড।
এর আগে প্রবাসী কর্মীর পরিবার ও স্বজনদের প্রবাসী কর্মীর নিকট স্বল্প সময় অবস্থানের জন্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)ঢাকা অফিস থেকে জয়েনিং রিলেটিভ হিসেবে(এনওসি)প্রয়োজন হতো। চট্টগ্রাম ও সিলেটে এ সার্ভিস চালু করার ফলে বিদেশগামী কর্মী ও তার পরিবারের আর্থিক ও সময় সাশ্রয় হবে।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম শামছুন নাহার, বিভাগীয় কমিশনার মোঃ রুহুল আমীন, বিএমইটির মহাপরিচালক মোঃ সেলিম রেজা, পরিচালক (প্রশাসন ও অর্থ) আহমদ শামীম আল-রাজী, ট্রাভেল এজেন্সীর প্রতিনিধি মোঃ আবু জাফর, প্রবাসী কর্মী আবদুস সালাম, চট্টগ্রাম জেলা জনশক্তি কর্মকর্তা মোহাম্মদ জহিরুল আলম মজুমদার বক্তৃতা করেন।
অনুষ্ঠানে মন্ত্রী চট্টগ্রাম জেলা কর্মসংস্থান অফিসের নিকট মৃত প্রবাসী কর্মীর মরদেহ বহনের জন্য একটি এ্যাম্বুলেন্সও হস্তান্তর করেন।পরে মন্ত্রী কয়েকজন বিদেশগামী কর্র্মীদের মাঝে স্মার্টকার্ড বিতরণ করেন।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031