চট্টগ্রাম : তিন জন আহত জেলার লোহাগাড়া উপজেলার আমিরাবাদ পুরাতন বিওসি মোড় এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন জন আহত হয়েছে।
রোববার(৩১ জুলাই) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটেছে।
দোহাজারী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ(পরিদর্শক) বিমল কান্তি ও এসআই রুহুল আমিন সিটিজি নিউজ ডটকমকে জানান,কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি যাত্রী বাহীবাস ও কক্সবাজার থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়ে ঘটনাস্থলে একই পরিবারের তিন জন গুরুতর আহত হয়।
তিনি আরো জানান,গাড়ি দুটি আটক করে দোহাজারী হাইওয়ে থানায় আনা হচ্ছে। আহতদের তাৎক্ষনিক নাম পরিচয় জানা যায়নি। তাদেরকে স্থানীয় প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরো জানান,আহতরা সবাই ঢাকা থেকে কক্সবাজার ভ্রমনে এসছিলেন। ঢাকায় ফিরে যাওয়ার পথে এই ঘটনা ঘটে বলে জানান রুহুল আমিন।