ঢাকা : আলমসাধুর ধাক্কায় রহিমা খাতুন নামে এক গৃহবধূ মারা গেছে জেলার আলমডাঙ্গায়। রবিবার সকালে উপজেলার আন্দিপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রহিমা খাতুন একই গ্রামের মুনছুর আলির স্ত্রী ছিলেন।
স্থানীয়রা জানায়, সকালে আসমানখালী বাজার থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যায় একটি আলমসাধু। আলমসাধুটি আন্দিপুর গ্রামে পৌঁছুলে সামনে থাকা গৃহবধূ রহিমা খাতুনকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাংনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।