পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল ও দুটি ফেরি বিকল থাকার কারণে যানবাহন পারাপারে সময় লাগছে । ফলে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যানবাহন শ্রমিক ও যাত্রীরা।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, সকাল থেকে ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। সবগুলো ঘাট দিয়েই যান পারাপার করা হচ্ছে। পারাপারের অপেক্ষায় থাকা এসব যানের মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেশি। কম নয় যাত্রীবাহী বাসের সংখ্যাও।
শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে পাটুরিয়ায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাক, শতাধিক ব্যক্তিগত গাড়ি ও যাত্রীবাহী বাস ফেরি পারাপারের অপেক্ষায় আছে। বাস এবং ছোট গাড়ির চাপ কমে গেলে সিরিয়াল অনুযায়ী সাধারণ পণ্যবাহী ট্রাকগুলোকে পার করা হবে জানিয়েছেন বিআইডব্লিউটিসির ওই কর্মকর্তা।