অভিযোগকারী মায়ের চিকিৎসায় অবহেলা ও যথাযথ সেবা প্রদান না করায় হেলথকেয়ার মেডিকেল সেন্টারের বিরুদ্ধে জেলা ভোক্তা অধিকার কার্যালয়ে লিখিত অভিযোগ করে ক্ষতিপূরণ পেলেন ।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযোগকারী সাদেক হোসেনকে ক্ষতিপূরণের ৫০ হাজার টাকা প্রদান করেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, সাদেক হোসেন গত ৩ নভেম্বর তার মায়ের চিকিৎসায় অবহেলা ও যথাযথ সেবা প্রদান না করার অভিযোগে হেলথকেয়ার মেডিকেল সেন্টারের বিরুদ্ধে আমাদের নিকট লিখিত অভিযোগ করেন। তারই পরিপ্রেক্ষিতে ৫ নভেম্বর উভয় পক্ষের উপস্থিতিতে শুনানির দিন ধার্য করা হয়।
তিনি আরো বলেন, শুনানিতে হেলথকেয়ার মেডিকেল সেন্টারের কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করে অভিযোগকারীর নিকট দুঃখ প্রকাশ করেন এবং অভিযোগকারীর অসুস্থ মায়ের চিকিৎসা ব্যয় বাবদ ৫০ হাজার টাকা প্রদানপূর্বক ভবিষ্যতে এ ধরনের কোন অপরাধ করবেন না মর্মে লিখিত মুচলেকা দেন।