ব্যক্তিগত অর্থায়নে তিন কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ শুরু করেছেন মোবারক খান মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামে ।
মোবারক খান ওই গ্রামের মো. আতাউর রহমান খানের পুত্র। পেশায় তিনি একজন ব্যবসায়ী।
এলাকাবাসী জানান, গেল বন্যায় গ্রামের রাস্তাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে গ্রামের মানুষের চলাফেরায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। মানুষের এ ভোগান্তি লাঘবে মোবারক খান তার নিজস্ব পুঁজিতে রাস্তাগুলো সংস্কারের কাজ শুরু করেছেন। করোনায় লকডাউনের সময় এলাকার দুঃস্থদের মাঝে তিনি খাদ্য সামগ্রীও বিতরণ করেছেন।
মোবারক খান জানান, ইতোমধ্যেই আঠালিয়া কবরস্থান থেকে ইবারত মাস্টারের বাড়ি হয়ে আব্দুল হকের বাড়ি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা মাটি ভরাটসহ ইটের সলিংয়ের কাজ শুরু হয়ে গেছে। এ ছাড়া গ্রামের প্রবেশ পথ জায়গির বাসস্ট্যান্ড হতে আঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ক্ষতিগ্রস্ত রাস্তার কাজ সংস্কার করবেন বলে জানান তিনি।
তিনি আরো বলেন, আমি সব সময় এলাকাবাসীর সুখে-দুঃখে পাশে থাকতে চাই। গ্রামবাসীর সমর্থন পেলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধল্লা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।