ঢাকা : বন্যায় মারা গিয়েছেন কমপক্ষে ৫২জন মানুষ ভারতের আসাম এবং বিহারে গত দশদিনের । গবাদি পশুর ক্ষয়ক্ষতির তো কোন হিসাবই নেই। ধারণা করা হচ্ছে, শতাধিক বন্যপশুর মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার আকাশপথে বন্যাকবলিত বিভিন্ন অংশ ঘুরে দেখেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, উত্তর-পূর্ব উন্নয়নমন্ত্রী জিতেন্দ্র সিং এবং মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।

বন্যায় নিহতদের সংখ্যা ক্রমেই বাড়ছে। অরুণাচল প্রদেশ ও ভূটান থেকে পানি নেমে আসায় নদীগুলোর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে বসে চলছে। পানিতে আটকে পরাদের উদ্ধারে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা ছাড়াও কাজ করছে সেনা সদস্যরা।

রাজনাথ বলেন, ‘রাজ্যের বন্যা পরিস্থিতি সত্যিই আশঙ্কাজনক। ২৮টি জেলায় ৩৬ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। মুখ্যমন্ত্রীকে বন্যাত্রাণে সব রকম ব্যবস্থা নিতে বলা হয়েছে। রাজ্য সরকারের ত্রাণ তহবিলে ৬২০ কোটি রূপি আছে। কেন্দ্র সব রকম সাহায্য পাঠাবে। ব্রহ্মপুত্র বরাবর বাঁধ নতুন করে তৈরি বা মেরামত করা হবে।’

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031