চট্টগ্রাম : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) কুমিল্লা সদরে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র তৈরির ‘কারখানা’ পাওয়ার দাবি করেছে । সেখান থেকে তিনজনকে আটক করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় র্যাব-১১-এর একটি দল শহরের শুভপুরের ‘নয়ন ভিলা’ নামের ওই বাড়িতে অভিযান চালায়।
র্যাব-১১-এর অধিনায়ক মোস্তফা কায়জার এ তথ্যের সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, সেখানে অস্ত্র তৈরির সময় তিনজনকে আটক করা হয়। তাদের কাছে দুটি পিস্তল তৈরির সরঞ্জাম পাওয়া যায় বলে তিনি জানান।
আটক ব্যক্তিরা হলেন বাড়ির মালিকের ছেলে মাজিদুল হক রাজিব, নগরীর উত্তর চর্থার নজরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম ও কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ির শামছুল হকের ছেলে শহিদুল ইসলাম। জঙ্গি কার্যক্রমে ব্যবহারের জন্য তারা এসব অস্ত্র তৈরি করছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে র্যাবের এই কর্মকর্তা জানান।