ঢাকা: ওবামা প্রশাসনের পক্ষ থেকে ওই ধরনের ঘটনা বন্ধে মোদি সরকারকে ভারতীয় নাগরিকদের সুনিশ্চিত করতে বলা হয়েছে।ভারতে গোমাংস ভক্ষণকে কেন্দ্র করে অসহিষ্ণুতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
জানা যায়, গোমাংস ভক্ষণকে কেন্দ্র করে একের পর এক সহিংসতা ও অসহিষ্ণুতার ঘটনায় উদ্বিগ্ন মার্কিন প্রশাসন।ওই সব ঘটনার হাত থেকে ভারতীয় নাগরিকদের বাঁচাতে ভারতের পক্ষে যা যা করণীয়, মোদি সরকারকে সে ব্যাপারে আরও একটু নজর দিতে অনুরোধ করা হল।
গোমাংস ভক্ষণের প্রতিবাদে ভারতে একের পর এক সহিংসতা এবং সম্প্রতি মধ্যপ্রদেশে মহিষের মাংসের সঙ্গে রাখার জন্য দুই মুসলিম নারীকে নিগ্রহের যে ঘটনা ঘটেছে, তা নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষে রীতিমতো উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কিরবি বলেন, ‘ধর্মাচরণ, বাকস্বাধীনতা ও অসহিষ্ণুতার বিরুদ্ধে লড়াইয়ে আমরা (যুক্তরাষ্ট্র) সব সময়েই ভারতীয় নাগরিক ও ভারত সরকারের পাশে আছি। তবে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, ভারতীয় নাগরিকরা যাতে অনেক বেশি নিশ্চিন্ত বোধ করতে পারেন, সেটা সুনিশ্চিত করতে ভারত সরকারকে আরও বেশি নজর রাখার অনুরোধ জানাচ্ছি। ’