ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে । বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শাহবাগ চত্ত্বরে এ সমাবেশ করে তারা। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। সমাবেশে সংগঠনটির কয়েকশ নেতা-কর্মী অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, দেশে ধর্ষণের মহামারি চলছে। এই মহামারি বন্ধ করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো কঠোর পদক্ষেপ নেয়ার আহবান জানিয়ে বক্তারা বলেন, সিলেটে একজন সাধারণ মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে কয়েকটি টাকার জন্য। কিন্তু অনেক ধর্ষণের মামলার আসামি ঘুরে বেড়াচ্ছে।
তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে না। ধর্ষণের বিরুদ্ধে সারা দেশে ছাত্র জনতার প্রতিরোধ গড়ে তোলারও আহবান জানান বক্তারা।