ঢাকা  : ২৬৮ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে যখন বিপাকে অস্ট্রেলিয়া, তখন ম্যাচটি বাঁচানোরে জন্য লড়তে থাকেন নেভিল-ও’ক্যাফে জুটি। তাদের সেই লড়াই সফল না হলেও চেষ্টা করে গেছেন বেশ। থেকেছেন মাটি কাঁমড়ে। প্রথম ১৫৪ বলে একটি রানও করতে পারেনি বা করেননি এ দু’জন। শেষপর্যন্ত ১৭৮ বলে মাত্র ৪ রান। এ রান আসে বাউন্ডারি থেকে। মানে ১৭৭টি বলই ডট!১৭৮ বলে মাত্র চার রান! এমন রেকর্ড গৌরবের না লজ্জার? সে যাই হোক, পাল্লেকেলেতে শ্রীলঙ্কার কাছে ১০৬ রানে হেরে যাওয়া টেস্ট ম্যাচে এমন মন্থর ব্যাটিং করে নতুন নজিরই সৃষ্টি করলেন দুই অজি টেলএন্ডার নেভিল-ও’ক্যাফে।
গত বছর ডিসেম্বরে ভারতের বিপক্ষে ডি ভিলিয়ার্স ও হাশিম আমলা  ২৫৩ বলে মাত্র ২৭ রান করেছিলেন। ওভারপ্রতি মাত্র ০.৬৪ গড়ে রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার এই জুটি। অন্যদিকে  ও’ক্যাফে এবং নেভিল ডি ভিলিয়ার্স-আমলার চেয়ে প্রায় ৫ গুন ধীরগতিতে রান তোলেন। এই দুই অজি ব্যাটসম্যানের ওভারপ্রতি রান তোলার গড় ০.১৩!

এর আগে ১৯৫০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯২ বল খেলে কোন রান করতে পারেননি ইংলিশ ব্যাটসম্যানরা। টেস্টে ওটাই ছিল সবচেয়ে মন্থর গতির ব্যাটিং।

টানা ৯০ বল কোন রান না করে উইকেটে ছিলেন পিটার নেভিল। যা টেস্ট ইতিহাসের দ্বিতীয় মন্থরতম। ১৯৩১ সালে দক্ষিণ আফ্রিকার মিচেল ৯৫ বল খেলেছিলেন কোন রান করা ছাড়াই। এদিন  টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ওভার ব্যাটিং করে কোন রান না করার রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া। ২৫.৪ ওভার ব্যাটিং করে ১টি রানও করেনি তারা। এর ভেতর ২৫টি ওভারই ছিল মেডেন। যেটা একটানা সবচেয়ে বেশি মেডেনের রেকর্ড।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031